বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থোপিল এর সৌজন্য সাক্ষাৎ

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি মি. পল থোপিল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ০৬ মে ২০২৫, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তা এবং প্রযুক্তি আদান-প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ০৩ মে ২০২৫ তারিখে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদল ৪ দিনের সফরে বাংলাদেশে আগমন করেন। কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।