South east bank ad

নবাগত পুলিশ সুপার মহোদয়ের কক্সবাজার জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ

 প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন   |   পুলিশ

নবাগত পুলিশ সুপার মহোদয়ের কক্সবাজার জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ
৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয় কক্সবাজার জেলায় আগমন উপলক্ষে কক্সবাজার বিমান বন্দরে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে ফুল দিয় বরণ করা হয়।

কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় অফিসার্স মেস-এ পৌঁছালে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে আসলে উপস্থিত অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ তাঁকে সাদর অভ্যর্থনা জানান।

অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় কক্সবাজার জেলার দাপ্তরিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুশলাদি বিনিময় করেন। কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দিন শাহীন ২৪তম বিসিএস(পুলিশ) ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কক্সবাজার, ঢাকা মেট্রোপলিটন, ভোলা, শরীয়তপুর, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুর, এসবি ও সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। 

নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: