পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, জুয়েল রানা ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এ তিনজনকে গ্রেফতার করা হয়।