শিরোনাম

South east bank ad

পুলিশে ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে ৮০-৯০ হাজার নিয়োগ হয়েছে —ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন   |   পুলিশ

পুলিশে ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে ৮০-৯০ হাজার নিয়োগ হয়েছে —ডিএমপি কমিশনার
 

পুলিশ বাহিনীতে গত দেড় দশকে ৮০-৯০ হাজার সদস্যকে বিভিন্নভাবে পরিচয় (রাজনৈতিক) নিশ্চিতের পর নিয়োগ দেয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রাজধানীর মিন্টো রোডে গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানাভাবে যাচাই করা হয়েছে। নিয়োগপ্রার্থী কোন দলের, তার বাবা কোন দলের, দাদা কোন দলের এবং আরো পূর্বপুরুষ কোন দলের তার খবর নেয়া হয়েছে। দুই লাখ পুলিশের মধ্যে ৮০-৯০ হাজার পুলিশ সদস্য এভাবে নিয়োগ পেয়েছেন। এখন তাদের তো আর বলতে পারি না “গো হোম” (বাসায় ফিরে যাও)। তবে যারা দুষ্টু, যারা পেশাদারত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরে ডাকাতি, লুটপাট শুরু হয়। তখন ৮০ বছরের বৃদ্ধও লাঠি নিয়ে পাহারা দিয়েছেন। তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্যে পড়ে যায়। এরপর সদ্যবিদায়ী ডিএমপি কমিশনারসহ অন্যরা পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করেন।’

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় রয়েছে মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরের প্রধান সমস্যা ট্রাফিক। এ শহরে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। অটোরিকশা যদি বন্ধ না হয় তাহলে ঢাকা শহরে ঘর থেকে বের হয়ে আর হাঁটার জায়গা থাকবে না। মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। ট্রাফিক আইন কেউ মানতে চান না। হকাররা ফুটপাত দখল করে নিয়েছেন। তবে আমি দায়িত্ব নেয়ার পর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। ট্রাফিক আইনে দ্বিগুণ হারে মামলা করা হচ্ছে। অবশ্য ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থা উন্নত হবে না।’

ইদানীং ছিনতাইয়ের ঘটনা বেড়েছে জানিয়ে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘বিভিন্নভাবে আমাকে জানানো হয়েছে ছিনতাই বেড়েছে। তাই ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। চাঁদাবাজি হচ্ছে, কিন্তু সমাজ থেকে প্রতিরোধ করা না গেলে চাঁদাবাজি বন্ধ করা কঠিন। আপনারা কেউ চাঁদা দেবেন না।’

পুলিশ জনগণের পাশে থাকবে জানিয়ে সাজ্জাত আলী বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। অচিরেই ডিএমপিকে সচল করতে সক্ষম হব।’

BBS cable ad