জিডি হলে এক ঘণ্টার মধ্যে অনুসন্ধান করতে হবে: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) হলে পুলিশকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান করতে হবে এবং প্রয়োজন হলে মামলা রুজু করতে হবে।
বুধবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে পুলিশের প্রতি জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের আচরণ ও নৈতিকতা এমন হতে হবে যেন তা অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে।
কমিশনার ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মাসিক সভায় গত নভেম্বর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভালো কাজের জন্য ডিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।