পুলিশের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা ডিএমপি কমিশনারের
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার এস এম সাজ্জাত আলী।
সোমবার সকালে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে।
এ সময় ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। পদক্ষেপ নেয়া হবে ছিনতাই বন্ধেও।
রাজধানীবাসীর সহযোগীতা ছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার। চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কাউকে চাঁদা না দিতে আহ্বান জানান তিনি।