South east bank ad

মৌলভীবাজারের বড়লেখায় অপহরণের ৫৫ ঘন্টার মধ্যে ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ন   |   থানার কথা

মৌলভীবাজারের বড়লেখায় অপহরণের ৫৫ ঘন্টার মধ্যে ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২
তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার):

মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ী শশাংক দত্তকে অপহরণের ৫৫ ঘন্টার মধ্যে জেলা পুলিশ, ডিবি ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে চা বাগানের নির্জন পাহাড়ি এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করেছে। অভিযানে ২ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অপহরনকারীরা হলেন-বড়লেখা উপজেলার চন্ডিনগর গ্রামের ইসমাইল আহমদ ও বোবারথল গ্রামের জুলমান আহমদ।

আজ সোমবার (৭ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কাযালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া জানান, গত ৪ জুন সন্ধ্যায় বড়লেখা উপজেলার বারইগ্রাম এলাকার ব্যবসায়ী শশাংক কুমার দত্ত সিলেট টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসায় যাবার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন। সিলেট যাওয়ার পথে বিয়ানীবাজার মোল্লাপুর রাস্তার সম্মূখে পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজি গাড়ীটির গতিরোধ করে শশাংক দত্তকে জোরপূর্বক মাইক্রোবাসটিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারী চক্র শশাংক দত্তের ছোট ভাই সুবোধ কুমার দত্ত এর মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তারপর ছোট ভাই সুবোধ দত্ত থানায় এসে আইনগত সহায়তা চাওয়ার পর থানা পুলিশের বিশেষ টিম, উর্ধ্বতন কর্তৃপক্ষগণ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাহাদুর পুর চা বাগানের নির্জন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৬ জুন রবিবার গভীর রাতে অক্ষত অবস্থায় ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের দুই জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে উদ্ধার ব্যবসায়ী শশাংক কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মোজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউছার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ  মো. জাহাঙ্গীর হোসেন সর্দারসহ বিভিন্ন থানার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: