ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় চোলাই মদ, গাজা, হেরোইন ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ জেলা সদরের আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে সোহাগ মিয়া ও মোস্তফা মিয়া নারী অপহরন ও ধর্ষনকারী। এ ছাড়া ৫ জনকে বিভিন্ন ধরণের মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাদক ব্যবসায়ী আল আমীন ওরফে সাধু, রফিকুল ইসলাম, মোঃ হানিফ, হাসানুল হক ও আজহার হোসেন শাহাবুদ্দিন। এছাড়াও তিন সাজাপ্রাপ্ত পলাতককে গ্রেফতার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০ লিটার মদ, ৩৮ পিস ইয়াবা, ৯ শত গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে এলাকাবাসির সহযোগীতা প্রয়োজন রয়েছে।