ধর্ষণের অভিযোগে বগুড়ায় নারীসহ গ্রেফতার ৪

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবক ও তাদের সহযোগী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-উপজেলার সুঘাট ইউনিয়নের চকসাদি গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে আসলাম হোসেন (৩৯), মজনু মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং এ ঘটনায় সহযোগিতাকারী রাশেদা বেগম (২৫)।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে গ্রেফতার চারজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন শেরপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের এক কিশোরী গত ১৩ মে দিনগত রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা ওই কিশোরীর মুখচেপে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী কিশোরী চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের সোমবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেসঙ্গে ঘটনাটি সর্ম্পকে জানতে আটকদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।