উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

শনিবার উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপিস্থ শিকদার বিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে সৈয়দুল আমিন (২৫), পিতা-মৃত জমির হোসেন, সাং-সিকদার বিল, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ১,২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ এবং আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।