বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

শামীম আলম (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে স্বপ্না খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ শ্বাশুড়ীকে আটক করা হয়েছে।
মৃত স্বপ্না খাতুন পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের সজল মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিনোদর চর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মিজান মিয়ার ঘরে তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।
স্বপ্না খাতুনের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় স্বপ্নার সৎ শ্বাশুড়ী মলিনা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে মৃত স্বপ্না খাতুনের চাচাত ভাই শাহা আলী জানিয়েছেন, বিয়ের পর থেকে তার বোনকে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ অন্যান্যরা। তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। ময়না তদন্দের রির্পোট এলেই সব পরিস্কার হবে। তবে মেয়ে পক্ষ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।