মাধবপুরে পলাতক আসামী গ্রেফতার

(মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে সবুজ মিয়া (২৮) নামে এক ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে মাধবপুর থানার এস আই এনামুল, এ,এস,আই মোবারক হুসেন ও এ,এস,আই সোহেল এর নেতৃত্বে একদল পুলিশ আন্দিউরা ইউনিয়নের হরিশ্যামা গ্রামে অভিযান চালিয়ে সবুজ মিয়া কে গ্রেফতার করে।গ্রেফতার কৃত সবুজ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আবুল কাসেম এর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান আসামী জি আর ৩৪/১৯ ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড মূলে পলাতক দীর্ঘ দিন পালিয়ে ছিলেন। আজ দুপুর ২:৩০ মিনিটে কারাগারে প্রেরণ করা হয়েছে।