বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আলফাডাঙ্গার ওসির

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি পেঁয়াজ ও এক কেজি লবণ দেয়া হয়। এ সময় থানার এসআই দিলীপ কুমার বিশ্বাস, এসআই আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।