রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ

রাজবাড়ীতে বর্তমানে কোভিড-১৯ -এর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে গোয়ালন্দ ঘাট থানা এলাকায় সার্বিক কার্যাবলি ও চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষে থানা এলাকার বিভিন্ন স্থানে থানার অফিসার ফোর্সদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২০৩ জনসহ দেশে এ পর্যন্ত ১৬ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া ক্রমেই দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বাড়ছে। ইতোমধ্যে দেশে দৈনিক ২৩০ জনের মৃত্যু ও সাড়ে ১৩ হাজার শনাক্তের রেকর্ড হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোর সঙ্গে এপ্রিল-মে মাসের তুলনা করলেও করোনার ভয়াবহতা ফুটে উঠবে। তথ্যমতে, দেশে দৈনিক করোনায় শনাক্তের হার বিবেচনায় এশিয়ার সব দেশকে ছাড়িয়েছে বাংলাদেশ। আর সারাবিশ্বের মধ্যে শনাক্ত বিবেচনায় বাংলাদেশ এখন চতুর্থ।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশনের (সিআরআইডিএ) বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।