হবিগঞ্জে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার আটক ১

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেগম খান থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে ১০ দিন পর উপজেলার লস্কর পুর চা-বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বিশাল মুন্ডা (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিশাল মুন্ডা উপজেলার ৪নং পাইকপাড় ইউনিয়নের লস্কর পুর এলাকার মৃত সুহেল মুন্ডার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, গত ২ জুলাই সকালে তাহের সামছুন্নাহার স্কুলে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে বেগমখান ২ নং ব্লকের জনৈক ছুরতের বাড়ির সামন থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। সূত্র জানায়, মামলা দায়ের পর ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণের নেতৃত্বে একদল পুলিশ দেওরগাছ ইউনিয়নের লস্কর পুর চা-বাগানের বিশাল
মুন্ডার বাড়ি থেকে ওই অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বিকেলে গ্রেফতারকৃত বিশাল মুন্ডাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে উদ্ধারকৃত স্কুল ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে।