মাধবপুরে জাল টাকার নোট সহ দুইজন গ্রেপ্তার

শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে ৫২ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা নেতৃত্বে পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ১২ জুলাই সন্ধ্যায় উপজলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সন্তোসপুর গ্রামের আব্দুল মানাফ এর পুত্র আব্দুল হামিদ (৩২) একই এলাকার মনা মিয়ার ছেলে আল আমিন (২৮) নামে দুই জনক ৫২ হাজার জাল টাকা নোটসহ গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ১ হাজার ও ৫শ টাকার নাোটসহ ৫২ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। জাল টাকা সংরক্ষন ও বিপণন বিশেষ ক্ষমতা আইন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়ছে। গ্রেপ্তারকৃতরা উপজলার বিভিন্ন এলাকায় জাল টাকা বিপণন করত। তিনি আরাও বলেন,মাধবপুর কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট কারবারিরা। যাতে রাতের বেলায় গরুর হাট কৃষককে জাল টাকা দিয়ে কারবারি চক্র ক্ষতিগ্রস্ত না করতে না পারে এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।