South east bank ad

সাভারে ডাকাতি হওয়া ১১টি গরুসহ ট্রাক উদ্ধার করল মানিকগঞ্জ থানা পুলিশ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৬:০৫ অপরাহ্ন   |   থানার কথা

সাভারে ডাকাতি হওয়া ১১টি গরুসহ ট্রাক উদ্ধার করল মানিকগঞ্জ থানা পুলিশ

সাভারের হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া ১১টি গরুসহ ট্রাক উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গত রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখ রাত ১০টার দিকে মানিকগঞ্জ বিজয় মাঠ এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। আটক আসামি আব্দুল আহাদ (২৫) রাজবাড়ীর গোয়ালন্দ থানার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে।  
গত রোববার ১১ জুলাই রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত ১১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে। ডাকাতরা ট্রাক চালক মনির হোসেনকে সিংগাইরের কোন এক স্থানে মারধর করে ফেলে দেয়। এ সময় আহত ট্রাকের চালক বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবহিত করলে সিংগাইর থানা পুলিশ বিষয়টি অন্যান্য থানায় জানিয়ে দেয়। 
সিংগাইর থানা পুলিশের খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে ওই ট্রাকে থাকা আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
 উদ্ধার করা গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। গরু ও ট্রাক সাভার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: