১৪ ঘন্টার মধ্যে চুরির চেষ্টা মামলার চোর গ্রেপ্তারসহ পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করলো মাহিগঞ্জ থানা

গত ১০/০৭/২০২১ খ্রি. দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় অত্র মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম (৪০) (জাতীয় পরিচয়পত্র নং-১০১৯১৩৫৯০২), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-আরাজীমন খামার, থানা-মাহিগঞ্জ, রংপুর মহানগর, রংপুর ও তার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঘটনার দিন ১০/০৭/২০২১ খ্রি. রাত্রি অনুমান ১০.৩০ ঘটিকার সময় আসামী মোঃ শাহাদত হোসেন (৪৫) পিতা-মৃতঃ সিরাজুল ইসলাম, সাং-বড় রংপুর (কাইদাহারা), থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর কৌশলে বাদীর বসত বাড়ীর ভিতর প্রবেশ করে বাদীর পূর্ব দুয়ারী টিনের ঘরের ষ্টিলের দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশের সময় বাদীর প্রতিবেশী মাহিগঞ্জ থানা পুলিশের সহায়তায় উক্ত আসামীকে ঘটনাস্থলেই আটক করেন।
এই বিষয়ে বাদী লিখিত অভিযোগ দায়ের করিলে অদ্য ১১/০৭/২০২১ খ্রি. রাত ০০.১৫ ঘটিকায় মাহিগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১১/০৭/২০২১ খ্রি., ধারা-৪৫৭/৩৮০/৫১১ পেনাল কোড রুজু করে মামলাটির তদন্তভার এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল আলীম এর উপর অর্পণ করা হয়। তিনি মামলার আসামী গ্রেফতারসহ মামলার ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীর জবানবন্দি গ্রহন, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাইসহ মামলার যাবতীয় তদন্তকার্য সম্পন্ন করে মামলা রুজুর ১৪ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট (অভিযোগপত্র) দাখিল করেন। মাহিগঞ্জ থানার অভিযোগপত্র নং-৯১, তারিখ-১১/০৭/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৫১১ পেনাল কোড। আসামী মোঃ শাহাদত হোসেন (৪৫) এর পিসিপিআর যাচাই করে জানা যায় এর পূর্বেও তার নামে একটি মাদক মামলা রয়েছে।