South east bank ad

মানিকগঞ্জের হরিরামপুরে ধর্ষণের অভিযোগে আটক ১

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৬:৩২ অপরাহ্ন   |   থানার কথা

মানিকগঞ্জের হরিরামপুরে ধর্ষণের অভিযোগে আটক ১
মানিকগঞ্জের হরিরামপুরে এক প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে বায়াত হোসেন (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ রাতে উপজেলার বাল্লা লোহাচালার দাদরুখি এলাকা থেকে আসামি বায়াতকে আটক করা হয়।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম নিশ্চিত করেন। আটক আসামি বায়াত হোসেন উপজেলার বাল্লা ইউনিয়নের লোহাচালা (দাদরুখি) গ্রামের বাহের আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বুধবার সকাল ৫টার দিকে মা–বাবা প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের হাঁপানিয়া এলাকার খেতে মরিচ তুলতে চলে যান। আর এ সুযোগে সকাল ৭টার দিকে ঘরে ঢুকে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন বায়াত। ভুক্তভোগীর দুই চাচাতো ভাই ঘটনা দেখেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে গত শুক্রবার ৯ জুলাই ২০২১ইং তারিখ ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্ত আসামি বায়াত হোসেনকে আটক করে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: