South east bank ad

গাজীপুরে বিট পুলিশিংয়ের স্টিকার লাগানো কার্যক্রম শুরু

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৮:০৫ অপরাহ্ন   |   থানার কথা

গাজীপুরে বিট পুলিশিংয়ের স্টিকার লাগানো কার্যক্রম শুরু


বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দারগোড়ায় পৌছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন। চুরি, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন সমস্যায় পড়ে পুলিশিং সেবা পাওয়ার আশায় ভুক্তভোগীরা থানায় আসেন। এখন আর জনগণকে সমস্যায় পড়ে তাদের থানায় আসতে হবে না। থানা পুলিশ চলে যাবেন ভুক্তভোগীদের বাড়িতে বা ঘটনাস্থলে।
থানা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত। কালীগঞ্জ পৌরসভার ৩ টি ওয়ার্ড নিয়ে একটি বিট পুলিশিং কার্যক্রম রয়েছে। অর্থাৎ পৌরসভার ৯ টি ওয়ার্ড ৩ টি বিট পুলিশিং আওতায় রয়েছে। পাশাপাশি ৭ টি ইউনিয়নে ৭টি বিট পুলিশ অফিসার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পুলিশিং সেবা জনসাধারণের দোড়গোড়ায় পৌছে দিতে বিট অফিসার ও থানার ডিউটি অফিসার মোবাইল নম্বর সংবলিত স্টিকার উপজেলার প্রতিটি বাড়িতে লাগানো থাকবে। কোনো ধরনের সমস্যা হলে ভুক্তভোগী ও জনসাধারণ ওই স্টিকারের নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌছে যাবেন জনতার পুলিশ।
জেলা পুলিশের সহায়তায় এরই মধ্যে বাড়ি বাড়ি স্টিকার লাগানোর কাজ শুরু করে দিয়েছেন পুলিশ প্রশাসন। রোববার দুপুর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মিজানুল হক ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বিট পুলিশিং এর স্টিকার নিজ হাতে লাগিয়ে এর কার্যক্রম উদ্বোধন করেছেন। শুরুতে কালীগঞ্জ উপজেলায় ১০ হাজার বিট পুলিশিং স্টিকার বাড়ি বাড়ি লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাড়িতে স্টিকার লাগানো হবে।
এই বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মিজানুল হক বলেন, বর্তমান আইজিপির অন্যতম উদ্যোগ হলো প্রতিটি বাড়ি পুলিশিং আওতায় আনা। পুলিশের সাথে প্রতিটি বাড়ির একটি অন্যতম সংযোগ ও সেতুবন্ধন স্থাপন করা। গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার ১০টি বিটে প্রথম দফায় ১০ হাজার বিট পুলিশিং স্টিকার বাড়ি বাড়ি লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: