বিভিন্ন রাস্তার মোড়ে সতর্ক অবস্থানে পাইকগাছা ও কয়রা থানা পুলিশ

বিভিন্ন রাস্তার মোড়ে খুলনার পাইকগাছা থানা পুলিশের অবস্থানের মাধ্যমে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। বিনা প্রয়োজনে বাইরে বের হতে নিরুৎসাহিত করছে পাইকগাছা থানা পুলিশ। পাইকগাছা থানা পুলিশের তৎপরতায় লকডাউনের আওতাধীন সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে নিয়মিত নজরদারি এবং টহলের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলায় আরোপিত কঠোর বিধি-নিষেধ পালনে কাজ করে যাচ্ছে কয়রা থানা পুলিশ। থানা এলাকায় চেকপোস্টের মাধ্যমে অননুমোদিত গাড়ীর যাত্রা থামিয়ে দেয়া হচ্ছে পাশাপাশি জনসচেতনায় কাজ করে যাচ্ছে কয়রা থানা পুলিশ।