করোনা সংক্রমণ রোধে বিট পুলিশিং সেবা অব্যাহত রেখেছে শ্রীনগর থানা পুলিশ

মুন্সীগঞ্জে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগর থানার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিট পুলিশিং পরিসেবা শুরু করেছে।
গতকাল মঙ্গলবার ৬ জুলাই ২০২১ইং তারিখ দুপুরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা এ বিট পুলিশিং পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞার নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা উপজেলা সদর এলাকার বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিট অফিসার ও থানা ডিউটি অফিসারের মোবাইল ফোন নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে দেন ও মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোখলেছুর রহমান, শ্রীনগর থানার ওসি (অপারেশন) আসজগর আলী, সেকেন্ড অফিসার এসআই মাসুদ, শ্রীনগর বাজার কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন প্রমুখ।