South east bank ad

হেফাজতের সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামি ফারুক আহমেদ আটক

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৬:০৬ অপরাহ্ন   |   থানার কথা

হেফাজতের সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামি ফারুক আহমেদ আটক

হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি ফারুক আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ।
গত সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখ রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
এরআগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান। 
গতকাল মঙ্গলবার ৬ জুলাই ২০২১ইং তারিখ তাকে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গ্রেফতার করা ফারুক আহমেদ গত ২৮ মার্চ ২০২১ইং তারিখ রোববার হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করেছে। তবে তিনি মামলার এজহারভুক্ত আসামি নন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: