South east bank ad

মানিকগঞ্জ হরিরামপুর থানায় নাজমা হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কার্য নিষ্পত্তি ও আদালতে চার্জশীট দাখিল

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৬:০৫ অপরাহ্ন   |   থানার কথা

মানিকগঞ্জ হরিরামপুর থানায় নাজমা হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কার্য নিষ্পত্তি ও আদালতে চার্জশীট দাখিল

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সরফদিনগর গ্রামের মো. ইসলাম সরদারের স্ত্রী নাজমা বেগম (৪০)-কে গত  রোববার ৪ জুলাই ২০২১ইং তারিখ সকাল অনুমানিক ৬টার সময় বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের সরফদিনগর চকে আসামি মো. রফিক মিয়া তার নিজ মরিচ ক্ষেতের পূর্ব পাশের আইলের ওপর একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। 
এ সময় ভিকটিম নাজমা বেগমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স ইন্সিটিটিউটে আনা হয়। 
নিউরো সাইন্স ইন্সিটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই নাজমা বেগমের মৃত্যু হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের স্বামী বাদী হয়ে অভিযোগ করলে হরিরামপুর থানা মামলা নং-০১, তারিখ: ০৪/০৭/২০২১ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু  করা হয়। 
ওই এজাহারের প্রেক্ষিতে হরিরামপুর থানা পুলিশ খবর পাওয়ার তিন ঘন্টার মধ্যে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম-এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহা. হাফিজুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক, সিংগাইর সার্কেল মানিকগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন, এসআই (নি.) মো. আরিফ উল্লাহ, এসআই (নি.) মো. জালাল হোসেন, এসআই (নি.) মো. রোস্তম আলী, এএসআই (নি.) মো. মাসুদ রানা, সব হরিরামপুর থানা, মানিকগঞ্জদের অক্লান্ত পরিশ্রমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়।
হত্যা মামলার সঙ্গে জড়িত একমাত্র আসামি মো. রফিক মিয়া (৪২), বাবা : মো. শফিকুল, গ্রাম : সরফদিনগর, থানা : হরিরামপুর, জেলা : মানিকগঞ্জকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি সনাক্ত এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ফেচুয়াধারা বাজার থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক করা আসামি হত্যার কথা স্বীকার করে।আসামির দেখানোমতে হত্যার কাজে ব্যবহৃত বাঁশের লাঠিটি পুলিশ উদ্ধার করে। মূলত আগের শত্রুতার জের ধরে আসামি হত্যা কাণ্ডটি ঘটিয়েছে। গতকাল মঙ্গলবার ৬ জুলাই ২০২১ইং তারিখ আদালতে আসামি মো. রফিক মিয়া নিজের দোষ স্বীকার করে কার্যবিধি ১৬৪ ধারা মতে দোষ স্বীকারোক্তিমূলক জবান বন্দী দিয়েছে। 
হরিরামপুর থানা পুলিশ এ মামলা রুজু হওয়ার পর মামলাটির তদন্তের সব কার্যক্রম সম্পূর্ণ করে ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীর অপরাধের বিচার নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: