করোনা আক্রান্তদের বাড়ীতে মুকসুদপুর থানা পুলিশের লাল ফ্লাগ স্থাপন

মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে লাল ফ্লাগ স্থাপন করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে করোনা আক্রান্তদের বাড়ীতে লকডাউন দিয়ে লাল ফ্লাগ স্থাপন করে মুকসুদপুর থানা পুলিশ।
থানার ওসি আবু বকর মিয়া মুকসুদপুর পৌরসভা এলাকায় করোনা আক্রান্তদের বাড়ীতে উপস্থিত হয়ে তাদের স্বাস্থ্য সচেতনতা মুলক বক্তব্যও রাখেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, মুকসুদপুর এলাকায় গত সপ্তায় প্রায় শতাধিক আক্রান্ত রোগীর তালিকা তাদের কাছে আছে। সেই তালিকামত মুকসুদপুর পৌর এলাকার কমলাপুর, গোপীনাথপুর, টেংরাখোলা ও চন্ডিবরদী এলাকায় আক্রান্তদের বাড়ী বাড়ী পৌছে তাদের ওই বাড়ীটি লকডাউন ঘোষণা করা হয়। সেই সাথে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ দেয়া হয়।
এসময় ওসি আবু বকর মিয়ার সাথে ইনেসপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।