South east bank ad

পাবনা জেলা পুলিশের জুয়াবিরোধী অভিযান

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০২:২২ পূর্বাহ্ন   |   থানার কথা

পাবনা জেলা পুলিশের জুয়াবিরোধী অভিযান

 পাবানার হেমায়েতপুর পুলিশ ফাড়ি কর্তৃক পাবনা থানাধীন ছাতিয়ানি গ্রামস্হ আসামী  আলামিন এর বাড়ী হতে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় গতকাল রাতে ১১(এগারো)  জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে জুয়া খেলার ১৫ হাজার ৯শ ৪০ টাকা ২ সেট তাস উদ্ধার করা হয়েছে। এদিকে আজ ৪ জুলাই ডিবি কর্তৃক সদর থানাধীন গয়েশপুর ইউনিয়নে রশিদুননবী সুপার মার্কেটের উপরের কক্ষে জুয়া খেলারত অবস্থায় ৩৮ হাজার ৫শ ৫০ টাকা সহ মোট ০৫ ( পাঁচ) জন কে গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে রুজু প্রক্রিয়াধীন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: