নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় পালিয়ে যাওয়া গৃহবধূ উদ্ধার

আলমগীর হোসেন, পেশায় একজন দিনমজুর। অন্যান্য লোকজনের মতই সুখের আশায় ১৪ বছর পূর্বে মোছাঃ আরিফা খাতুন মাবিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের একটি পুত্র সন্তান হয়। ঘর সংসার করাকালীন সংসারে অমনযোগী হয়ে আরিফা অন্যত্রে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্ক দিনান্তর ঘনিষ্ট হতে থাকলে নিজ সংসার তুচ্ছ-তাচ্ছিল্য করে গত ৯জুন স্বামীর সংসার হতে প্রেমের টানে অন্যত্রে চলে যায়। স্ত্রীকে খুঁজে না পেয়ে দিনমজুর আলমগীরের বাবা নিরুপায় হয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ এর নিকট এলে পুত্রবধূ নিখোঁজের বিষয়টি সাপাহার থানার সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন এবং নিখোঁজের বিষয়টি নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম ও সিনিঃ সহকারী পুলিশ সুপারকে (সাপাহার সার্কেল) অবহিত করেন। তাঁদের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই সাম মোহাম্মাদ নিখোঁজ আরিফা খাতুন মাবিয়াকে খোঁজা শুরু করেন। অন্যদিকে যে প্রেমের টানে আরিফা স্বামী সন্তান ছেড়ে নিরুদ্দেশের পথে যাত্রা করেছিলেন সেই প্রেমিক তাকে ফেলে পালিয়ে যায়। গতকাল ২রা জুলাই বগুড়া জেলার কাহালু থানা এলাকা হতে উদ্ধারপূর্বক থানায় নিয়ে আসে সাপাহার থানা পুলিশ। নিখোঁজ আরিফা খাতুন তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।