South east bank ad

চট্টগ্রাম নগরীর খতিবেরহাটে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ গ্রেফতার ৬

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৫:০৭ অপরাহ্ন   |   থানার কথা

চট্টগ্রাম নগরীর খতিবেরহাটে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ গ্রেফতার ৬
কে এম রুবেল (চট্টগ্রাম) : পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস টিম ২৭/০৬/২০২১ তারিখ ১২.৩০ ঘটিকার সময় নগরীর খতিবেরহাট এলাকায় মসজিদের পশ্চিম পার্শ্বে কবরস্থানের পিছনে একটি বিল্ডিংয়ের ৫ম তলার ০২টি ফ্ল্যাট হতে অনুমান ৭০৬ লিটার দেশীয় মদ এবং মদ তৈরীর উপকরন ও সরঞ্জামাদী সহ উচিং থোয়াই মারমা (৪৪), মাসাং মারমা (৪০), উথোয়াইচিং মারমা (৩৩), মেতু মারমা (৪০) ও আছেমা মারমা (৩০) ও ইসাইমং মারমা (২০) কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘ প্রায় ১ বছর যাবত তারা অত্র এলাকায় ঐ বাড়িটি ভাড়া করে দেশীয় মদ তৈরী করতেন এবং নগরীর বিভিন্ন স্থানেসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তৈরীকৃত দেশীয় মদ বিক্রয় করতেন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: