সিএমপি'র পাঁচলাইশ মডেল থানার অভিযানে মাদকসহ ৬ জন আটক

পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস টিম ২৭জুন নগরীর খতিবেরহাট এলাকায় মসজিদের পশ্চিম পার্শ্বে কবরস্থানের পিছনে একটি বিল্ডিংয়ের ৫ম তলার ২টি ফ্ল্যাট হতে অনুমান ৭০৬ লিটার দেশীয় মদ এবং মদ তৈরীর উপকরন ও সরঞ্জামাদী সহ উচিং থোয়াই মারমা (৪৪), মাসাং মারমা (৪০), উথোয়াইচিং মারমা (৩৩), মেতু মারমা (৪০) ও আছেমা মারমা (৩০) ও ইসাইমং মারমা (২০) কে আটক ককরা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘ প্রায় ১ বছর যাবত তারা অত্র এলাকায় ঐ বাড়িটি ভাড়া করে দেশীয় মদ তৈরী করতেন এবং নগরীর বিভিন্ন স্থানে ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তৈরীকৃত দেশীয় মদ বিক্রয় করতেন।