পটিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মিনি ট্রাকসহ ৬ জনকে আটক করে পুলিশ।
পটিয়া থানার এসআই হিরু বিকাশ দে, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গতকাল বুধবার ২৩ জুন ২০২১ইং তারিখ ভোর ৫টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন কচুয়াই কমল মুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মিনিট্রাকের টুল বক্সের পাশে রাখা বালতিতে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ১০ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মিনিট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৮৭৬৭) সহ আসামি মো. ইউনুছ (২৯), আব্দুল আলীম প্রঃ আমিন (২৮), কবির আহমদ প্রঃ কবির সওদাগর (৪৬), আব্দুল জলিল (৫০), সব্বির আহমদ (৬৪) ও হাসান আহমদ প্রঃ হাসান সওদাগর (৫৫)নামে তাদেরকে আটক করে পুলিশ।
এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজুর আগে গ্রেফতার করা আসামিদের আদালতে পাঠানো হয়।