কিশোরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কিশোরগঞ্জে গতকাল ২৩ জুন ২০২১ইং তারিখ ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিনের দিক-নির্দেশনায় ভৈরব থানাধীণ ভৈরব শহর পুলিশ ফাঁড়িতে নিয়োজিত পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শ্যামল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভৈরব বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
ভৈরব থানা কর্মরত এসআই (নিঃ) মো. মাজহারুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ ভৈরব থানা এলাকায় জরুরি ডিউটি করার সময় ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতার করা দুইজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা মামলা রুজু করা হবে।