কোতোয়ালী থানার অভিযানে ধারালো ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ গ্রেফতার ৪

কে এম রুবেল (চট্টগ্রাম):
গত ২২/০৬/২০২১খ্রিঃ তারিখ এসআই মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত অনুমান ১৯.৫০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি টিপ ছোরা, ০১টি স্টীলের পাইপ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি সহ মোঃ মনির হোসেন (১৯), মোঃ জসিম (৪২) কে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেক্রমে ২২/০৬/২০২১ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইমরান (২০) ও মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে বিভিন্ন সময় তারা চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকায় ভোর ও রাত্রি বেলায় অবৈধ অস্ত্র সহ ছিনতাই/ডাকাতি করতো।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।