সালথায় বিট পুলিশিং স্টিকার বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সালথায় বিট পুলিশিং স্টিকার বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২জুন) দুপুর ১২ টায় সালথা থানা পুলিশের আয়োজনে "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে সালথা থানা চত্তরে বিট পুলিশিং স্টিকার বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানা পুলিশের এসআই তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা ৮টি বিটের স্টিকার বিতরণ করা হয় পাশাপাশি বিট পুলিশিং এর কার্যক্রম আরও বাড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপস্থিত বক্তারা মাদকের বিষাক্ত ছোবলের হাত থেকে যুব সমাজকে রক্ষা,
ঝগড়া বিবাদ, কাইজ্জা, মারামারিসহ সমাজের সকল সমস্যাদির সমাধানের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় পাশাপাশি পুলিশের সহায়তা নেওয়ার কথা বলে।
এ সময়, পুলিশের সহায়তা নেওয়ার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের সকল বাড়ি বাড়ি বিট পুলিশের ও ডিউটি অফিসারের নম্বরযুক্ত স্টিকার লাগানোর কার্যক্রম চালু করা হয়।