সাভারের বাড্ডা ভাটপাড়ায় বিট পুলিশিং কার্যক্রম সফলে উঠান বৈঠক অনুষ্ঠিত

গতকাল শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ বিকেল ৪টায় সাভার মডেল থানাধীন ১নং বিটের বাড্ডা ভাটপাড়া এলাকায় বিট পুলিশিং সংক্রান্ত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সভায় সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
এছাড়া বক্তব্য রাখেন ১নং বিটের ইনচার্জ এসআই(নিঃ)/ এম. ইমরান হোসেন, মন্দির কমিটির পক্ষ থেকে অসিত কুমার মন্ডল, এরশাদুর রহমান, আতাউর রহমান, স্কুল শিক্ষক রহিম ফেরদৌস, সাংবাদিক তোফা সানি সহ স্থানীয় গন্যমান্য স্থানীয় ব্যাক্তিরা।
এ উঠান বৈঠকে সবাই বিট পুলিশিং কার্যক্রম সফল করার মাধ্যমে মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।