লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই (নি:) গোলাম কিবরিয়া তার সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ইং তারিখ সন্ধ্যা ৬ টায় লোহাগাড়া থানাধীন চুনতি ইউপির ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় সাত হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আসাসি মো. শরীফ (২২) ও আসামি আব্দুস ছত্তার (৪০) এই দুইজনকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজুর আগে গ্রেফতার করা আসামিদেরকে আদালতে পাঠানো হয়।