South east bank ad

পাবনায় পরিকল্পিত হত্যার রহস্য উদঘাটন একসাথে মাদক সেবনের পর নৃশংস হত্যা

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১০:৫১ অপরাহ্ন   |   থানার কথা

পাবনায় পরিকল্পিত হত্যার রহস্য উদঘাটন একসাথে মাদক সেবনের পর নৃশংস হত্যা
রনি ইমরান (পাবনা): 

পাবনার সাঁথিয়ায় সেলিম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালককে পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার ৭২ ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পাবনা জেলা পুলিশ। হত্যাকান্ডের বিষয়ে আজ মঙ্গলবার দুপুরের পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। 

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, হত্যাকান্ডটি ছিল পরিকল্পিত। আসামিদের পরিকল্পনা মোতাবেক সেইদিন বিকালে আসামীরা মাহমুদপুর বাজারে একত্রিত হয়। সেখান থেকে রিজার্ভ ভাড়ার কথা বলে হত্যার স্বিকার হওয়া সেলিমকে মাহামুদপুর বাজারে আসতে বলে। সেলিম মাহামুদপুর বাজারে আসলে আসামী রাসেল, রানা, আল আমিন, সাগর এবং হোসেন হত্যা হওয়া সেলিমের ইজিবাইকে করে বহালবাড়ীয়ার কালুকাটা নামক স্থানে পৌছে পুর্বপরিকল্পনা মতো ইজিবাইকটি মোড়ে রেখে কালুকাটা চকে আইলের উপর বসে সকলে একসাথে গাজা সেবন করতে থাকে। রাত্রী প্রায় ৯টার দিকে সেলিম নেশাগ্রস্থ হয়ে পরলে আসামিরা চাকু এবং হাতুরি দিয়ে নৃশংসভাবে সেলিমকে হত্যা করে।পরে হত্যাকারীরা সেলিমের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে রাতেই আতাইকুলা বাজারে যায় এবং আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ভাংরির দোকানদার দেলোয়ারের কাছে ৩১ হাজার ৫০০- টাকায়  ইজিবাইকটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। পুলিশ সুপার আরো জানায়, পুলিশি তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের সনাক্ত করা হয়। গত (১২জুন২০২১) তারিখ ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা, জেলার ধামরাই থানা নওগাঁ বাজারের জনৈক বক্করের ইট-ভাটা হতে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত’রা হলেন, সাঁথিয়া ছোন্দহ এলাকার মোঃ সাঈদ মোল্লা ছেলে রাসেল হোসেন (২২), সাঁথিয়া বহলবাড়িয়া পূর্বপাড়া মোঃ সোলেমান ছেলে মোঃ রানা শেখ (২১) ও একই এলাকার মোছাঃ শীলা খাতুন (২১) স্বামী-মোঃ আল-আমিন এবং মোঃ হোসেন আলী (১৮), আতাইকুলার মো: দেলোয়ার হোসেন (৩৮)।এই ব্যপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: