South east bank ad

সাতক্ষীরা সীমান্ত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৯:০৪ অপরাহ্ন   |   থানার কথা

সাতক্ষীরা সীমান্ত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এমএ জামান (সাতক্ষীরা): 

সাতক্ষীরার কালিয়ানি-বালিয়ারঘাট খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, সীমান্তবর্তী বৈকারী এলাকার কালিয়ানি-বালিয়ারঘাট খালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহৃ দেখা যায়। যুবকের নাম পরিচয় না জানা গেলেও তিনি হিন্দু সম্প্রদায়ের বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: