South east bank ad

ফরিদপুরের আলফাডাঙ্গা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধার

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৩:২২ অপরাহ্ন   |   থানার কথা

ফরিদপুরের আলফাডাঙ্গা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধার

জাকির হোসেন (সালথা):

শনিবার (১২ জুন)০২.১০ ঘটিকার সময় আলফাডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ কাদের শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযানে অংশ গ্রহণকারী দল অত্র থানাধীন কৃষ্ণপুর বাজারে অবস্থান কালীন সময়ে সংবাদ প্রাপ্ত হন যে, কৃষ্ণপুর সাকিনে জনৈক  শরিফুল শেখ এর বাড়ীতে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে  উপস্থিত হয়ে আসামী ১। শরিফুল(৩৮), ২। মোঃ নাজমুল হাসান(২৫) দেরকে ১নং আসামীর বসত বাড়ী হতে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে ১নং আসামীর বসত ঘরের খাটের তোশকের নিচ হতে গোলাপি  রঙের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত রেডমি নোট-৮ এর বক্সের ভিতর হতে নিল রঙের দুইটি প্যাকেটে মোট ২২০ পিচ গোলাপি  রঙয়ের ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৬৬,০০০/-  (ছেষট্টি হাজার)  টাকা নিজ হাতে বাহির করে দেয়। নেতৃত্বপ্রদান কারী অফিসার উক্ত আলামত ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও মাদ্রক বিক্রয়ের ৫,৮৭০/- টাকা সাক্ষীদের সম্মুখে জব্দ মূলে রাত্র ০৩.১০ ঘটিকার সময় হেফাজতে নেন। আসামীরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। মাদক বিক্রয় তাদের পেশা। তারা কৃষ্ণপুর ও পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কাশিয়ানী, ভাটিয়াপাড়া, কালনাঘাট এলাকায় মাদক কেনাবেচা করে থাকে। পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে আলফাডাঙ্গা থানার মামলা নং- ০৮ তারিখ ১২/০৬/২০২১খ্রিঃ  ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনীর ক্রমিক নং ১০(ক)/৪০ রুজু করা হয়েছে বলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: