South east bank ad

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মাতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন   |   শোক

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের  মাতার  ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী  উপলক্ষে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন

প্রয়াত মোসাম্মৎ রাবেয়া বেগম ছিলেন একাধারে ভীষণ শিক্ষানুরাগী, মমতাময়ী নারী ও মানবতার পথিকৃত। তিনি আমৃত্যু অসহায় ও দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োজিত ছিলেন। তার নামে গড়ে ওঠা গোপালগন্জের চন্দ্রদিঘলিয়াস্থ ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ গ্রামীণ নারী শিক্ষার অগ্রগতিতে নিরলস ভূমিকা পালন করে চলেছে। 

মোসাম্মৎ রাবেয়া বেগম - নক্ষত্র পুলিশ কর্মকর্তা ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের জন্মদাত্রী মাতা। তিনি ২০১৭ সালের ১২ জুলাই অসংখ্য আপনজন ও গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে পরোপারে চলে গিয়েছেন।

মোসাম্মৎ রাবেয়া বেগম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রামে অবস্থিত ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’, গ্রামের নিজ বাড়িতে অবস্থিত ‘রাবেয়া-আলী মোহাম্মদিয়া জামে মসজিদ‘, ‘চন্দ্রদিঘলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ‘, সাভারের ‘দারুল আফতান মাদ্রাসা’সহ বিভিন্ন স্থানে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

BBS cable ad

শোক এর আরও খবর: