সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা'র মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি'র স্ত্রী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারালো।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।