পদোন্নতি পেলেন প্রিমিয়ার ব্যাংকের ৪৬৫ কর্মকর্তা- কর্মচারী
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে কর্মরত ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, ‘দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করে একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ব্যতীত দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি সম্ভব নয়।
আমি বিশ্বাস করি, পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের উন্নত সেবা প্রদানের পাশাপাশি আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করবেন।’ প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক সার্কুলারের মাধ্যমে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দেয়া হয়।