নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারক করেন সিএমপি কমিশনার

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা তদারক করেন সিএমপি কমিশনার ।
০৫ নভেম্বর ২০২৩ খ্রি. সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) নগরীর প্রত্যেকটি পয়েন্টে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেখানে সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।