South east bank ad

থানার ভেতরে নিয়ে মারধর করা বেআইনি: ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

থানার ভেতরে নিয়ে মারধর করা বেআইনি: ডিএমপি কমিশনার
থানার ভেতরে নিয়ে কাউকে মারধর করা বেআইনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শনিবার রাতের ওই ঘটনায় চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলে আসেন ডিএমপি কমিশনার। পরে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না। দুজন অফিসারকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‘তদন্ত কমিটি ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত দেখবে কে কে দোষী এবং প্রকৃত ঘটনা কি, কেন ঘটনাটি ঘটল, এসব বিষয়ে তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন অনুযায়ী আমরা সরকারের কাছে পাঠাব ব্যবস্থা নেওয়ার জন্য।’

নারীঘটিত বিষয় ঘিরে ওই ঘটনার সময় এডিসি হারুনের গায়েও হাত তোলার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘সার্বিক চিত্রটা তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসবে।’

‘আমরা প্রাথমিকভাবে দেখেছি থানার ভেতরে নিয়ে মারধর করার বিষয়টি বেআইনি। সেটির ওপর ভিত্তি করে আমরা প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্ত শেষে বেশি কিছু এলে আমরা সেসব বিষয়ও দেখবো’—যোগ করেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, শাহবাগ থানার ভেতরে নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে বেদম নির্যাতনের ঘটনায় এরই মধ্যে রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: