South east bank ad

কেএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

কেএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা
৩০ জুলাই ২০২৩ খ্রিঃ, ১৫ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ০১.৩০ ঘটিকায় জনাব মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা  নিকট হতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কেএমপি কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা ।

নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা পুলিশ কমিশনারের কার্যালয়ে বিদায়ী পুলিশ কমিশনার জনাব মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা‘কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর রীতি অনুযায়ী বিদায়ী পুলিশ কমিশনার  দায়িত্বভার হস্তান্তর এবং নবাগত পুলিশ কমিশনার  দায়িত্বভার গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

দায়িত্বভার গ্রহণ করে নবাগত পুলিশ কমিশনার  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: