South east bank ad

নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।

নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আর্থিক অনুদান প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মনিরুজ্জামান গত ১ জুলাই ভোর রাতে ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: