South east bank ad

হারানো মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি পুলিশ

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১০:০৮ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

হারানো মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি পুলিশ
বিডিএফএন লাইভ.কম

রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম মুন্সিপাড়া গ্রামের মোঃ আফতাবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন গত ১৫ সেপ্টেম্বর ২০২১ বিকেল সাড়ে ৫ টায় লক্ষীপুর মোড়ে যাওয়ার পথে হারিয়ে ফেলে। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।

জিডি এন্ট্রির পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল এর নের্তৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাদের ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় কাশিয়াডাঙ্গা মোড় হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইলের মালিক আফতাবুরের নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মোঃ আফতাবুর রহমান, আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক সহ ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: