South east bank ad

পবিত্র শব-ই-বরাত উদযাপনের কেএমপির নির্দেশনা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:৩৮ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

পবিত্র শব-ই-বরাত উদযাপনের কেএমপির নির্দেশনা
বিডিএফএন লাইভ.কম

আগামীকাল ১৮ মার্চ দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শব-ই-বরাত উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুঁটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন নিম্নোক্ত আইনে নিষিদ্ধ ঘোষনা করছি।

কেএমপি অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৯(২) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দন্ডনীয় অপরাধ।

ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী গণ-উপদ্রব এবং দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।

ধর্মীয় কার্যকলাপে বাঁধা প্রদানের সামিল।

সর্বোপরি জনমনে আতংক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভূক্ত।

 খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আদেশক্রমে:
পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: