South east bank ad

গৃহকর্ত্রী কর্তৃক কাজের মেয়েকে মারধর ও চুল কেটে মাথা ন্যাড়া করার অভিযোগে ০১ জন গ্রেফতার

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৫:০২ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

গৃহকর্ত্রী কর্তৃক কাজের মেয়েকে মারধর ও চুল কেটে মাথা ন্যাড়া করার অভিযোগে ০১ জন গ্রেফতার

গত ১৩/০৭/২০২০ ইং তারিখ হতে ভিকটিম তসলিমা আক্তার (১৫) মাসিক ৩০০০/- টাকা বেতন নির্ধারন করে ডাক্তার নাহিদা আক্তার রেনু (৩৪) এর বাসায় কাজ করে আসছিল। গত ০৩ মাস পূর্ব হতে তসলিমা আক্তার কে তার পরিবারের লোকজন এর সাথে মোবাইল ফোনে সহ অন্য কোন উপায়ে যোগাযোগ করতে দেয়নি ডাক্তার নাহিদা আক্তার। গত ১৮/৭/২০২১ ইং তারিখ বিকাল তসলিমা আক্তার (১৫) বাসা পরিস্কার করার সময় ড্রেসিং টেলিবের নিচে একটি কাজল পেলে তসলিমা কাজলটি উঠিয়ে তার চোখে লাগায়। ডাক্তার নাহিদা তসলিমার চোখে কাজল দেখতে পেয়ে তাকে প্রচন্ড মারধর করে। পরবর্তীতে ১৯/৭/২০২১ ইং তারিখ দুপুর ডাক্তার নাহিদা তসলিমাকে চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিকস্থ ১৩ নং রোড এলাকার একটি সেলুনে নিয়া তসলিমাকে ভয়ভীতি দেখিয়ে মাথার সম্পূর্ণ চুল খুর দিয়া কেটে দেয়। অতঃপর ইং ২২/৭/২০২১ তারিখ সকালে তসলিমার পরিবার ডাক্তার নাহিদার বর্ণিত স্থায়ী ঠিকানার বাসায় গিয়া তার মেয়ের সাথে দেখা করার চেষ্টা করলে ডাক্তার নাহিদা প্রথমে তসলিমা আক্তার বাসায় নাই বলে জানায় এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ০২ ঘন্টা বাসার সামনে অপেক্ষা করার পর তসলিমা আক্তারকে বেলকুনি দিয়া দেখতে পায় তার খালাতো বোন। ভিকটিম তসলিমা আক্তারকে ২য় তলা হতে নিচে আসার জন্য বলে তার পরিবার। তসলিমা আক্তার তার পরিবারের সদস্যদের দেখে দৌঁড়ে ২য় তলা হতে নিচে নামার চেষ্টা করলে ডাক্তার নাহিদা তসলিমাকে চর থাপ্পর মেরে রুমে নিয়া আটক করে রাখে। তসলিমার পরিবার থানায় এসে ঘটনার বিষয়টি অবহিত করলে তাৎক্ষনিক থানা পুলিশ স্থায়ী ঠিকানার বাসায় উপস্থিত হয়ে ভিকটিম তসলিমা আক্তারকে উদ্ধার করে হেফাজতে গ্রহন করেন এবং ডাক্তার নাহিদা আক্তার রেনুকে আটক করে। তসলিমা জখমপ্রাপ্ত থাকায় পুলিশী সহায়তায় তাকে চমেক হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উক্ত বিষয়ে একটি নিয়মিত মামলা করা হয়।
BBS cable ad

মেট্রোপলিটন পুলিশ এর আরও খবর: