South east bank ad

বাংলাদেশ শান্তির মডেল হিসেবে প্রতিষ্ঠিত: পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০১:১৮ পূর্বাহ্ন   |   সরকার

বাংলাদেশ শান্তির মডেল হিসেবে প্রতিষ্ঠিত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন শান্তির মডেল হিসেবে প্রতিষ্ঠিত। আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।


রোববার (২৩ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর নীতি অনুযায়ী আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছি। বঙ্গবন্ধু মানুষের কল্যাণেই শান্তি চেয়েছিলেন। আমরা তার পথ অনুসরণ করেই শান্তি চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জুলিও কুরি পদক পাওয়ার পর বঙ্গবন্ধু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জনিয়েছিলেন। এই পদক পাওয়ার পর বিশ্বের দরবারে গৌরাবান্বিত হয়েছিল বাংলাদেশ।

তিনি বলেন, ফিদেল কাস্ত্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভেদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, পাবলো নেরুদা, জওহরলাল নেহেরু, মার্টিন লুথার কিংয়ের মতো নেতারা এই পদক পেয়েছিলেন। বঙ্গবন্ধুও এই পদক লাভ করেন শান্তি প্রতিষ্ঠার জন্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আজ থেকে ৪৮ বছর আগে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পেয়েছিলেন। ১৯৭২ সালে তাকে এই পদকের জন্য ঘোষণা করা হয়। তবে এই পদক তাকে দেওয়া হয় ১৯৭৩ সালে। পদক পাওয়ার তিনি বলেছিলেন, এই অর্জন সমগ্র বাঙালির। বঙ্গবন্ধু বৈষম্য রোধ করে শান্তির আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর শান্তির বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযুদ্ধ গবেষক কাজী সাজ্জাদ আলী জহির প্রতীক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী।

BBS cable ad

সরকার এর আরও খবর: