South east bank ad

‘রফতানি উন্নয়ন তহবিলে ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ০২:৩৬ অপরাহ্ন   |   সরকার

‘রফতানি উন্নয়ন তহবিলে ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক রফতানিকারকদের পাশে দাঁড়াতে ‘রফতানি উন্নয়ন তহবিল’ বা ইডিএফে আরও ৫০ কোটি ডলার যুক্ত করেছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ অর্থ ইডিএফ ফান্ডে জমা দেওয়া হয়েছে। নতুন করে দেওয়া ৫০ কোটি ডলার যুক্ত হওয়ায় ইডিএফ তহবিলের আকার ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ তহবিলের পরিমাণ প্রায় ৫১ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মহামারি করোনা অর্থনৈতিক দুর্যোগে রফতানিকারকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইডিএফের আকার ৩ দফায় বাড়ানো হয়েছে। 
সরকারের প্রত্যাশা অনুযায়ী, গত বছরের এপ্রিলে ইডিএফের আকার ৩.৫০ বিলিয়ন থেকে বাড়িয়ে ৫ বিলিয়নে উন্নীত করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুদহার কমিয়ে আনা হয় ১.৭৫ শতাংশে। 
এরপর চলতি বছরের মার্চে ইডিএফ তহবিলে আরও ৫০ কোটি ডলার যুক্ত করা হয়। এবার আরও ৫০ কোটি ডলার যুক্ত করে ইডিএফ তহবিলের আকার ৬ বিলিয়ন ডলারে উন্নীত করা হলো।

করোনার সময় গ্রাহকদের জন্য ইডিএফ তহবিলের নীতিমালায় ব্যাপক ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাদের ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে ইডিএফ থেকে ঋণ নেয়ার সুযোগ ছিল। 
সম্প্রতি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কার্যরত দেশি-বিদেশি যৌথ মালিকানার পোশাক কারখানাগুলোকেও ইডিএফ থেকে ঋণপ্রাপ্তির সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইডিএফ থেকে আগে উদ্যোক্তারা একসঙ্গে ২ কোটি ডলার ঋণ নিতে পারতেন। কিন্তু এ তহবিল থেকে ঋণ নেয়ার সীমা ৩ কোটিতে উন্নীত করা হয়। ইডিএফ থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে আগে শুধু ব্যাক-টু-ব্যাক এলসিকে বিবেচনায় রাখা হতো। 
সাম্প্রতিক সময়ে ডেফারেল এলসির ক্ষেত্রেও ইডিএফের ঋণ উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের মার্চ পর্যন্ত রফতানি উন্নয়ন তহবিল থেকে ঋণ নিয়েছিল ১৬৭০টি প্রতিষ্ঠান। ওই সময় ৫০০ কোটি ডলারের তহবিলের মধ্যে ৪৯২ কোটি ১০ লাখ ডলারই ঋণ হিসেবে বিতরণ হয়েছিল। 
বাংলাদেশি মুদ্রায় ঋণের এ অর্থের পরিমাণ ৪১ হাজার কোটি টাকারও বেশি। ইডিএফ থেকে ঋণ দেওয়া হয় ছয় মাস মেয়াদে। এ হিসাবে প্রতি বছরই দুবার আবর্তন হয় এ তহবিল। তবে করোনার সময় ইডিএফ থেকে নেওয়া ঋণের মেয়াদেও ছাড় দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইডিএফ থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিজিএমইএর সদস্যরা। সংগঠনটির সদস্যদের মধ্যে ৬১৩টি প্রতিষ্ঠান ইডিএফ থেকে ঋণ পেয়েছেন।
BBS cable ad

সরকার এর আরও খবর: